ঢাকা, ০৭ মে মঙ্গলবার, ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১
good-food
৩৯৯

জনতার রায়ে নির্বাচিত রাজশাহীর ৬ কান্ডারী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৫ ৮ জানুয়ারি ২০২৪  

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনতার রায়ে আগামী পাঁচ বছরের জন্য রাজশাহীতে নির্বাচিত হলেন ৬জন এমপি। এরা হলেন রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী-৩ আসনে আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আসনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ আসনে আব্দুল ওয়াদুদ দারা এবং রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলম।

 

এদের মধ্যে রাজশাহী-২ সদর আসনে সতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ছাড়া সবাই নৌকার প্রার্থী ছিলেন। অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে পরাজিত করেন। পরাজিত নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ আসনে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ভোট পেয়েছেন ৫৫১৫৬ এবং তার প্রতিদ্বন্দ্বী ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩১৪৬০।

 

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী ১০৩৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে ৯২৪১৯ ভোট পেয়েছেন৷ এ আসনেই আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করে ৯০০৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। 

 

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকার প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি ১৫৪৯০৯ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুস সালাম খান লাঙ্গল প্রতীক নিয়ে ৫২৭৪ ভোট পেয়েছেন। 

 

রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকার প্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি ১০৭৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে ৫৩৮১২ ভোট পেয়েছেন। 

 

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে নৌকার প্রার্থী ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। তিনি ৮৬৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতীকে ৮৪৮৬২ ভোট পেয়েছেন।

 

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নৌকা প্রতীক নিয়ে ১০১৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী রাহেনুল হক  কাঁচি প্রতীকে ৭৪২৭৮ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ভোটের সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর