ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৬৯৭

জেঁকে বসছে শীত, আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ১১ ডিসেম্বর ২০২০  

জেঁকে বসছে শীত। সঙ্গে কুয়াশা। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলাতেও দেখা দিচ্ছে না সূর্য। এ অবস্থা চলবে আরো কয়েকদিন। আগামী বুধবারের আগে কুয়াশা কাটছে না।

 

এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহের মধ্যেই তীব্র শৈত্য প্রবাহের আভাস রয়েছে।

 

এদিকে উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার সাথে যোগ হয়েছে কনকনে শীত। রাজধানীতে ছুটির দিনের সকাল দেখা পায়নি সূর্যের।

 

রাজধানীতে সূর্যের দেখা নেই। সেজন্য একটু বেশি শীত লাগছে। কুয়াশা আছে কয়েক দিন ধরেই। ঠান্ডা বেড়ে গেছে হঠাৎ করেই। বলছেন নগরবাসী।

 

মোটরসাইকেল আরোহীরা বলেন, অনেক শীত। মোটরসাইকেল চালানোর কারণে শরীর থর থর করে কাঁপছে। দিনের বেলাতেও গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। 

 

আবহাওয়ার এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে খেটে খাওয়া সাধারন মানুষ। 

 

আবহাওয়া অফিস বলছে, এই কুয়াশা আসছে বিজয় দিবসের আগে কাটছে না। ১৭ কিংবা ১৮ ডিসেম্বর থেকে উত্তরাঞ্চল হয়ে সারাদেশে বয়ে যাবে তীব্র শৈত্য প্রবাহ।

 

এখনো আসেনি পৌষ। কাজেই আরো বাড়বে শীতের দাপট। আর তখন কমে আসবে কুয়াশাও। জানালেন আবহাওয়া অফিস কর্মকর্তারা।