ঢাকা, ০৭ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৭৯৬

জেএসসি-জেডিসি ও পিইসি’র ফল প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২৫ ২৪ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

২০১৮ সালের পিইসি, ইবতেদায়ি ও ৮ম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.০৪ শতাংশ।

জেএসসিতে পাশের হার ৮৫.৮৩ শতাংশ।

জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ৪,৭৬৯টি।
গত পয়লা নভেম্বর শুরু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট - জেডিসি পরীক্ষা। এতে সারাদেশে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

আর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী।

 

শিক্ষামন্ত্রী বলেন, গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন।

এ ছাড়া গত ১৮ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশ নেয়।


আজ সোমবার বেলা ১২ টায় শিক্ষা মন্ত্রণালয় ও ১টায় গণশিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল বিষয়ক সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবে।

এছাড়া অনলাইনে ( www.educationboard.gov.bd ) একযোগে ফল প্রকাশ করা হবে।