ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৫৫৬

ঘূর্ণিঝড় ‘বুলবুল’

জেএসসি-জেডিসি’র শনিবারের পরীক্ষা স্থগিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৫ ৮ নভেম্বর ২০১৯  

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর শনিবারের (৯ নভেম্বর) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান।

জেএসসির শনিবারের স্থগিত গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘জেডিসির স্থগিত গণিত পরীক্ষাটি আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয়েছে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, শুক্রবার রাতে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এ পরীক্ষা কবে নেওয়া হবে তা পরে জানানো হবে।

 

এদিকে, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতিসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের (৯ ও ১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে।