ঢাকা, ০৯ আগস্ট শনিবার, ২০২৫ || ২৫ শ্রাবণ ১৪৩২
good-food
৭৬১

ঈদে আগাম টিকিট বিক্রি শুরু

জেনে নিন কোথায় পাবেন আপনার টিকিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:১৭ ২২ মে ২০১৯  

আসছে ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হলো আজ বুধবার।

সকাল ৯টায় কমলাপুরসহ রাজধানীর পাঁচ স্টেশনে একযোগে শুরু হয় এই টিকিট বিক্রি।

 

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার আলাদা স্টেশন থেকে পাওয়া যাচ্ছে নির্দিষ্ট এলাকার টিকিট।

এবার জেনে নিন, কোন্ এলাকার টিকিট পাবেন কোন্ স্টেশন কাউন্টার থেকে :

 

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাবেন সমগ্র পশ্চিমাঞ্চলগামী ভায়া যমুনা সেতু ট্রেনের টিকিট।

 

এছাড়া বিমানবন্দর স্টেশনে পাবেন চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট।

তেজগাঁও স্টেশনে পাবেন ময়মনসিংহ ও জামালপুরগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট।  

 

বনানী স্টেশনে  পাবেন নেত্রকোণাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকিট।

 

ফুলবাড়িয়ায় (পুরাতন রেলভবন) পাবেন সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট।

 

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ বুধবার (২২ মে) বিক্রি হচ্ছে ৩১ মের টিকিট।

এছাড়া ২৩ মে ১ জুনের টিকিট, ২৪ মে ২ জুনের, ২৫ মে ৩ জুনের এবং ২৬ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট।

 

ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর