ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
১১৩২

ঠাকুরগাঁও-দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫০ ৯ ফেব্রুয়ারি ২০১৯  

যদি বর্ষে পৌষে ... কড়ি হয় তুষে / যদি বর্ষে মাঘের শেষ ... ধন্য রাজার পুন্য দেশ . . . । খনার বচনের সঙ্গে  মিল রেখে মাঘের শেষে শীতের বিদায়বেলায় হঠাৎ করেই ঠাকুরগাঁও দিনাজপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মৃদু বাতাস ফিরিয়ে এনেছে শীত। বৃষ্টি হয়েছে পঞ্চগড় জেলাতেও। 
শুক্রবার শেষ বিকেলে শুরু হয় বৃষ্টি। তারপর থেমে থেমে শনিবার সকাল ৯টা পর্যন্ত চলে। ১০টার দিকে সূর্যের দেখা মিললেও ঘণ্টা খানেক পর আকাশ আবার মেঘলায় রূপ নেয়। তবে বেলা ১২টার দিকে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে যায়।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি।