ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৬৩৩

ডিরআরইউ’র সভাপতি নোমানী, সম্পাদক মশিউর

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫২ ৩০ নভেম্বর ২০২০  

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন মোরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান খান। তারা আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

 

সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে সোয়া ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। 

 

নির্বাচনে এক হাজার ৩৮১টি ভোট প্রদান করেন সদস্যরা। মোট ভোটের সংখ্যা এক হাজার ৬৯৩টি।

 

সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী প্রার্থী বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সময়ের আলোর নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী জার্মান সংবাদ সংস্থা-ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৩৯৮।

 

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক মশিউর পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার ভোট ২৩৮।

 

সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইন্দো-বাংলা টিভির ব্যুরো চিফ ওসমান গনি বাবুল (৫৯৩)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ টিভির বিশেষ প্রতিনিধি নজরুল কবীর (৪৮৬) এবং আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু (২৭৩) ভোট পেয়েছেন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরাফাত দাড়িয়া (৩২৬), সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল (৭৭০), দফতর সম্পাদক পদে মো. জাফর ইকবাল (৬৫০), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (৬৪৬), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭৯২), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৬০), আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দিন (৫৮৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সদস্য পদে ক্রমানুসারে এম এম জসিম (৭৯২), আজিজুর রহমান (৭৩০), রুমানা জামান (৭১৩), মো. মাহবুবুর রহমান (৬৯০), রফিক রাফি (৬৬৬), নার্গিস জুঁই (৬০৮) এবং জাহাঙ্গীর কিরন (৫৫১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


এছাড়া নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দুজন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর