ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪৯৪

ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৪৫ ১৩ মার্চ ২০২০  

বাতিল করা হলো ঢাকা - কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন।  আগামী ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। 


শুক্রবার (১৩ মার্চ) রাতে মৈত্রী এক্সপ্রেস চলাচলে দুই দেশের সাথে যোগাযোগ রক্ষাকারী কর্মকর্তা কালীকান্ত ঘোষ এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। 

 

ভারত-বাংলাদেশ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। 

 

তবে, এর আগে সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে উপ মার্কেটিং পরিচালক কালীকান্ত ঘোষ জানিয়েছিলেন, ভারতে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে না আনা পর্যন্ত ট্রেন বন্ধ হবে না।

 

তিনি আরো বলেছিলেন, যখন বাতিলের সিদ্ধান্ত হবে তখন টিকিট জমা দিলেই যাত্রীরা টিকিটের পুরো টাকাই ফেরত পাবেন। 

 

এ ব্যাপারে যাত্রীদের ভুল বুঝাবুঝি না করে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন তিনি।


 

এর আগে, শুক্রবার সকালে নির্ধারিত সময়ে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন না ছাড়ায় বিপাকে পড়েন টিকেট নেয়া যাত্রীরা। এসময় টাকা ফেরত না পেয়ে বাকবিতণ্ডাতে জড়ান তারা।

 

এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে শুক্রবার  (১৩ মার্চ) সন্ধ্যা থেকে আগামী এক মাসের জন্য দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়।