ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৬৬৯

ঢাকা-১০ উপনির্বাচনে আ’লীগের শফিউল জয়ী

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৭:৩২ ২২ মার্চ ২০২০  

ঢাকা-১০ উপনির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট পড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা শফিউল পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। অন্যদিকে বিএনপির শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৮১৭ ভোট। 
এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ২১ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৬ হাজার ৯৮৫ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪-১৮ ও ২২ নম্বর ওয়ার্ড মিলিয়ে গঠিত ঢাকা-১০ (ধানমন্ডি ও লালবাগ) আসন। এর ১১৭টি ভোটকেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকাল ৫টা পর্যন্ত চলে। ভোট নেয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ঢাকা-১০ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিএম সাহতাব উদ্দিন শনিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে শফিউলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনে থাকা বাকি চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান ৯৭, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী ১৫, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ১৮ ও পিডিপির আবদুর রহিম ৬৩ ভোট পেয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে লড়ার জন্য সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস গত ২৯ ডিসেম্বর পদত্যাগ করলে ঢাকা-১০ আসনটি খালি হয়। নির্বাচন কমিশন (ইসি) ২১ মার্চ ভোটের দিন রেখে গত ৬ ফেব্রুয়ারি গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর