ঢাকা, ১১ মে রোববার, ২০২৫ || ২৭ বৈশাখ ১৪৩২
good-food
৬৬৭

ঢাকার পথে ‘অচিন পাখি’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ২৪ ডিসেম্বর ২০১৯  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২টি নতুন ড্রিমলাইনারের দ্বিতীয়টি ‘অচিন পাখি’ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
ড্রিমলাইনার ‘অচিন পাখি’ যুক্তরাষ্ট্রের সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় এয়ার ফিল্ড ত্যাগ করে।
আশা করা যাচ্ছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’এতার ১৫ ঘণ্টা ৩০ মিনিটের উড়াল শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। 
অত্যাধুনিক উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের ৩০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীর ২১টি ও ইকোনোমি শ্রেণীর ২৪৭টিসহ মোট ২৯৮টি আসন রয়েছে।
 

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর