ঢাকা, ২১ নভেম্বর শুক্রবার, ২০২৫ || ৭ অগ্রাহায়ণ ১৪৩২
good-food
১৪

ঢাকাসহ দেশের নানা স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৫ ২১ নভেম্বর ২০২৫  

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী  ভূমিকম্প  হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ, ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের ওপরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদী জেলার কাছে (স্থানাঙ্ক: ২৩.৮৯৪° উত্তর, ৯০.৫৭৯° পূর্ব) । গভীরতা মাত্র ১০ কিলোমিটার হওয়ায় কম্পন খুব শক্তিশালীভাবে অনুভূত হয়েছে।

ভূকম্পন ঢাকা, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অংশে তীব্রভাবে অনুভূত হয়। এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।