ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৮১৬

ঢাকায় কেমিক্যাল গোডাউন থাকবে না: কাদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

ওবায়াদুল কাদের

ওবায়াদুল কাদের

ঢাকায় কোনো কেমিক্যাল গোডাউন থাকবে না। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের।

তিনি বলেন, চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়া হচ্ছে। শুধু চকবাজার নয়, ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন পর্যায়ক্রমে সরানো হবে। ঢাকায় কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের গোডাউন থাকবে না।

শনিবার পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা পরিদর্শন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ ও অবৈধ সব কেমিক্যাল গোডাউন এবং অবকাঠামো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী সিটি করপোরেশন ইতোমধ্যে উদ্যোগও নিয়েছে।

তিনি বলেন, সমন্নয়ের যতটুকু অভাব ছিল সেই ঘাটতিগুলো পূরণের জন্য সরকার আঁটঘাট বেঁধে নেমেছে। অতীতের ভুল ত্রুটি সংশোধন করে নতুন করে যাত্রা শুরু হবে, যাতে এই এলাকা থেকে কেমিক্যাল অবকাঠামোগত নিরাপত্তাহীনতার অবসান ঘটে।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, চকবাজার আগুনের ঘটনায় আগামী ২-৩ দিনের মধ্যেই সরকার গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এই কমিটির প্রতিবেদন সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।