ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১৯৩

ঢাবিতে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:০৪ ১২ জানুয়ারি ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমের (দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান) দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার  সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরর রাজু ভাস্কর্যের সামনে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক দেয়া শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
'দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দের' ব্যানারে জড়ো হওয়া শিক্ষার্থীরা এসময় 'পরীক্ষার সুযোগ চেয়েছি, সিট চায়নি', আমাদের দাবি একটাই, সেকেন্ড টাইম দিতে হবে; দাবি মোদের একটাই, ঢাবিতে সেকেন্ড টাইম চাই; দিতে হবে দিতে হবে, 'সেকেন্ড টাইম দিতে হবে; আমাদের দাবি মানতে হবে,' উই ওয়ান্ট সেকেন্ড টাইমসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

 বিক্ষোভে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম বাধা প্রধান করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, তাদের শান্তিপূর্ণ সমাবেশে প্রক্টরিয়াল টিম এসে বাধা দেয়। প্রক্টরিয়াল টিমে সদস্যরা এসময় ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বলে জানান।

পরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।