ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৪৭৯

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৩ শতাংশ ফেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৭ ২ নভেম্বর ২০২১  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে ৮৩.১১ শতাংশই অকৃতকার্য হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে খ ইউনিটের ফল প্রকাশ করেন।
এ বছর ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৪০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪১ হাজার ৫২৪ জন। যার মধ্যে পাস করেছেন মাত্র ৭,০১২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১৬ দশমিক ৮৯ শতাংশ। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে।