ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৮৯

তার কাটা অভিযান বন্ধ, লাইন যাবে মাটির নিচ দিয়ে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৯ ১৮ অক্টোবর ২০২০  

রাজধানীতে ইন্টারনেট ও কেবল টিভির ঝুলন্ত তার অপসারণের অভিযান আপাতত বন্ধ রাখা হবে। এসব তার মাটির নিচে প্রতিস্থাপনে সংশ্লিষ্টদের আগামী নভেম্বর মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে ক্যাবল অপারেটরদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতাদের বৈঠক হয়।


বৈঠকের পর মেয়র ফজলে নূর তাপস বলেন, ‘দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তায় কোনো ঝুলন্ত তার কাটা হবে না। আমাদের সাথে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন। এর সঙ্গে ঝুলন্ত তারও কেটে দেবেন। মেয়র জানান, আগামী নভেম্বরের মধ্যেই তারা শেষ করবেন বলে আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছেন। সে কারণেই আমরা তার কাটবো না।’

বৈঠকে আইএসপিএবি সভাপতি এম এ হাকিম বলেন,  আমরা ঝুলন্ত তার নামিয়ে মাটির নিচ দিয়ে সংযোগের কাজ শুরু করবো।  আশা করি সামনের মাসের মধ্যেই তা শেষ করতে পারবো।’