ঢাকা, ১০ আগস্ট রোববার, ২০২৫ || ২৬ শ্রাবণ ১৪৩২
good-food
৭৪৮

দিনভর বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত বহাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৫১ ২৩ অক্টোবর ২০২০  

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে।  শুক্রবারও  উপকুলীয় এলাকাসহ খুলনা, বরিশাল চট্টগ্রামে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। 
বৃহস্পতিবার সবচেয়ে খেপুপাড়ায় ৩শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী।  আজও সারাদিন এমন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে দেখানো ৪ নম্বর সতর্কতা সংকেত এখনো বহাল আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।


 
এদিকে বৈরি আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির কারণে শুক্রবার সকাল থেকে নৌরুটটিতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর