ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩০৭

দেশে জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ: পুরুষের চেয়ে নারী বেশি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৬ ৯ এপ্রিল ২০২৩  

দেশে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন, মহিলা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১৬ লাখ বেশি।

 

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন বেড়েছে।

 

শেরেবাংলা নগরে এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রোববার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।


নারী পুরুষের পাশাপাশি দেশে হিজড়া ১২ হাজার ৬২৯ জন এবং ব্যালেন্স পপুলেশন (সরাসরি যাদের সাক্ষাৎ নেওয়া হয় না) ৮৫ হাজার ৯৫৭ জন। মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লিতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে।