ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৭৩

‘দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ তৈরি হয়নি’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৫ ২৩ আগস্ট ২০২০  

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আকরাম-আল-হোসেন বলেন, করোনার কারণে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) না নেয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এছাড়া স্কুল খুললে স্ব স্ব স্কুলে কিভাবে পরীক্ষা ও ক্লাশ নেয়া হবে-সেই ব্যাপারে নীতিমালা প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, এখনো দেশে ২০-২২ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত। আমাদের শিশুদের-শিক্ষকদের স্কুল খুললে অভিভাবকরা চলে আসবেন। তাদের আমরা ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। আমরা মনে করি, এখনো পরিবেশ তৈরি হয়নি।
এর আগে পিইসি কেন্দ্রীয়ভাবে নেয়া হবে না, স্কুলে স্কুলে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে-এ প্রস্তাবনা প্রধানমন্ত্রীকে পাঠানো হয়। বুধবার বিষয়টি সাংবাদিকদের জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তিনি জানান, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে রেখে বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক বিভিন্ন নিদের্শনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাতে শিক্ষক-শিক্ষার্থীদের মুখে মাস্ক পরা, হাত পরিষ্কার, থার্মোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীদের সুরক্ষায় স্বাস্থ্য নিরাপত্তামূলক এমন ৫০টির বেশি নির্দেশনা তৈরি করা হয়েছে। 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, এসব বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেয়া হবে।