ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২১ শ্রাবণ ১৪৩২
good-food
২১১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১৭ ডিসেম্বর ২০২২  

টানা তিন দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বত্র শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। 


আবহাওয়া অফিস জানিয়েছে, এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এর আগে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।  আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানিয়েছেন, এ আবহাওয়া কয়েকদিন অব্যাহত থাকবে। 


এদিকে এ জেলার হতদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য প্রায় ২১ হাজার কম্বল বিতরণ করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এরই মধ্যে কম্বলগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর