ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১১৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১৭ ডিসেম্বর ২০২২  

টানা তিন দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলার সর্বত্র শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়। বাতাসের আর্দ্রতা ৮৫ শতাংশ। 


আবহাওয়া অফিস জানিয়েছে, এ মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এর আগে গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।  আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান জানিয়েছেন, এ আবহাওয়া কয়েকদিন অব্যাহত থাকবে। 


এদিকে এ জেলার হতদরিদ্র মানুষের শীত নিবারণের জন্য প্রায় ২১ হাজার কম্বল বিতরণ করা হবে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এরই মধ্যে কম্বলগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।