ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১
good-food
৯১৫

দৈনিক যুগান্তরের সম্পাদক হলেন সাইফুল আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১২ ২৩ ফেব্রুয়ারি ২০২০  

দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সাইফুল আলম। এতদিন তিনি দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিকটির মালিক নুরুল ইসলাম এই ঘোষণা দেন। সে সময় যুগান্তরের প্রকাশক সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম উপস্থিত ছিলেন।

সাইফুল আলম ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় সাপ্তাহিক ‘কিশোর বাংলা’য় খণ্ডকালীন এবং ১৯৭৯ সালের শেষদিকে পূর্ণকালীন সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন।

‘কিশোর বাংলা’র পর তিনি দৈনিক জনতায় সিনিয়র রিপোর্টার (১৯৮৩-৮৪), দৈনিক নব অভিযানে চিফ রিপোর্টার (১৯৮৫), দৈনিক ইনকিলাবে (১৯৮৬ থেকে ১৯৯৯ আগস্ট পর্যন্ত) সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

দৈনিক যুগান্তরের পথচলার শুরু থেকেই পত্রিকাটির সঙ্গে আছেন সাইফুল আলম। ১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর তিনি দৈনিক যুগান্তরে চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ পান। এরপর পত্রিকাটির উপ-সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।

২০১৩ সালের ১৯ নভেম্বর তিনি যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ কর্মজীবনে তিনি সপ্তাহিক চিত্রালী, মশাল, আগামী, সন্দ্বীপসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন।

সাইফুল আলম জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি। তার আগে জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি (২০১৭-২০১৮), দুই দফায় যুগ্ম সম্পাদক (১৯৯৫-১৯৯৬ ও ১৯৯৭-১৯৯৮) এবং দুইবার ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হন।

ঢাকা রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল আলম বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের দুই বারের নির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কয়েকবার ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর