ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
৪৪১

ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাবিতে বিক্ষোভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ৭ জানুয়ারি ২০২০  

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদের দ্বিতীয় দিনে আবারও ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

তারা ‘ধর্ষকের ফাঁসি চাই’ সম্বলিত ব্যানারও বহন করেন।

ঢাবির রোকেয়া হলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজার খানেক শিক্ষার্থী। তারা ধর্ষকের ফাঁসি দাবি করে স্লোগান দেন।
এছাড়া শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন চার শিক্ষার্থী। সেখানে সমর্থন জানিয়ে আরও এক শিক্ষার্থী অনশনকারীদের সঙ্গে অবস্থান করছেন।

অনশনকারীদের দুজন মৃত্তিকা বিভাগের শিক্ষার্থী ও ডাকসু সদস্য সাইফুল ইসলাম এবং দর্শন বিভাগের শিক্ষার্থী সিফাত। তারা ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। 

তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে-অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিভাবকের ভূমিকা পালন করবে।

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হোক এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।