ঢাকা, ০৬ আগস্ট বুধবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৩২০

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১০ ২৩ অক্টোবর ২০২২  

আন্দামান সাগরের কাছে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশসহ ভারতীয় উপকূলে আগামী দুই দিনের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হতে পারে। 

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। 

 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আন্দামান সাগর এবং এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুষ্পষ্ট লঘুচাপ আকারে একই জায়গায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস।

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর