ঢাকা, ২৯ মে বৃহস্পতিবার, ২০২৫ || ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৩৭

ধেয়ে আসছে নতুন বৃষ্টিবলয় ‘ঝুমুল’, সক্রিয় থাকবে কতদিন?

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:০৪ ২৭ মে ২০২৫  

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে মঙ্গলবার (২৭ মে) লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) একটি শক্তিশালী বৃষ্টিবলয়ের আগাম সংকেত দিয়েছে।

 

বিডব্লিউওটি জানাচ্ছে, দেশের দিকে এগিয়ে আসছে একটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয় ‘ঝুমুল’, যা অত্যন্ত তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার (২৫ মে) দিবাগত রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

 

বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে অত্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’। এটি পূর্ণাঙ্গ ও মৌসুমি বৃষ্টিবলয়। যা শুরু হতে পারে ২৮ মে এবং ৩ জুন পর্যন্ত দেশের প্রায় সব এলাকায় সক্রিয় থাকতে পারে।

 

দেশের প্রায় সব এলাকায় ‘ঝুমুলের’ প্রভাব পড়লেও সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে। এ ছাড়া বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগেও বেশ প্রভাব পড়বে ঝুমুলের।

 

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় সংস্থাটি। এতে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক দিন ঝড়-বৃষ্টি বাড়তে পারে।