ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
good-food

নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ১২ জানুয়ারি ২০২৬  

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন। এই আগমনের মধ্য দিয়ে দেশে তার কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হলো।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহের শেষ দিকে পরিচয়পত্র পেশের মাধ্যমে ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে ঢাকায় তার দায়িত্ব শুরু করবেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আগামী দুই দিনের মধ্যে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং চিফ অব প্রটোকল নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন, যাতে পরিচয়পত্র পেশের প্রস্তুতি সম্পন্ন করা যায়।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন এবং এর মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

নবনিযুক্ত এই দূত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তার দায়িত্বের শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল জে রিগস। 

শপথ অনুষ্ঠান শেষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে স্বাগত জানায়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে চলমান সম্পৃক্ততার প্রেক্ষাপটে ক্রিস্টেনসেনের এই আগমনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবসরে যান হাস। তার অবর্তমানে এতদিন ঢাকায় মার্কিন দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন।