ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪০৮

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন পাঠদান হবে: শিক্ষামন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন শ্রেণিকক্ষে পাঠদান করা হবে। 

 

বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের  শিক্ষা মন্ত্রী দীপু মনি একথা বলেন।

 

মন্ত্রী বলেন, এটা নতুন শিক্ষাক্রমে অনুমোদিত। গত বছর শিক্ষা প্রতিষ্ঠানের ৬ দিন ক্লাস ছিল। সেই সময় আমরা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ দিন ক্লাস করেছি। তখনই বলেছি, আগামী বছর শিক্ষাক্রমে ৫ দিনে ক্লাস। সারা পৃথিবীতে যা নিয়ম।

 

তিনি বলেন, আমাদের বাংলাদেশেও শিক্ষকদের একদিন সময় লাগে বা দুই দিন সময় লাগে। কাজেই পাঁচদিন শ্রেণিকক্ষে পাঠদান হবে আর দুই দিন ছুটি থাকবে।