ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৮৩০

নানামুখী সঙ্কটের মুখে বিশ্বের পরিবেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৫ ১২ ফেব্রুয়ারি ২০১৯  

বিশ্বে হু হু করে বাড়ছে পরিবেশগত সমস্যা। তবে সেসবের ভয়াবহতা বিষয়ে জ্ঞান নেই রাজনীতিবিদ ও নীতিনির্ধারকেরা। ফলে নানামুখী সঙ্কটের মুখে পড়ছে পরিবেশ।

গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর) জানিয়েছে, মানুষের ওপর এর প্রভাব জটিল পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যেটা অস্থিতিশীল সমাজ ও বৈশ্বিক অর্থনীতির জন্য ব্যাপক হুমকিস্বরূপ।

বিজ্ঞানীরা পরিবেশ বিপর্যয়ের অনেক দিক তুলে ধরেছেন। তারা বলছেন, পরিবেশ পরিবর্তন, অসংখ্য প্রজাতির বিলুপ্তি, ভূত্বক ক্ষয়, বন ধ্বংস, সমুদ্রে অম্লক্রিয়া, খাদ্য সংকটের মতো ভয়াবহ ঘটনা ঘটবে।

আইপিপিআর জানায়, এসব বিষয় ক্রমেই পরিবেশ অস্থিতিশীল করে তুলছে। মানব ইতিহাসে সেই অস্থিতির অবস্থাও পরিস্কার।

গবেষণা প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, ভয়াবহ বিপর্যয় আসার আশঙ্কার জানালাগুলো ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো মোকাবেলায় তিন ধাপে এগোতে হবে। পরিবেশ পরিবর্তন, সমাজ বিবর্তন ও মানুষের চাহিদার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে।

২০০৫ সাল থেকে বিশ্বব্যাপী বন্যার হার বেড়েছে ১৫ গুণ, অতিরিক্ত তাপমাত্রা বেড়েছে ২০ গুণ আর বনে আগুন লাগার হার বেড়েছে ৭ গুণ।

গবেষণায় দেখা যায়, সবচেয়ে পরিবেশের ক্ষতি হয়েছে যুক্তরাজ্যে। বছরে ২.২ মিলিয়ন টন ভূত্বক ক্ষতিগ্রস্ত হয় দেশটির। ১৭ শতাংশের বেশি আবাদী জমি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ পাওয়া গেরছে।

অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন, আমরা পরিবেশ পরিবর্তনের নতুন যুগে প্রবেশ করেছি। সেটাকে পরিবেশ বিপর্যয়ের যুগ হিসেবে অ্যাখ্যায়িত করছেন তারা।