ঢাকা, ২৯ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ১৩ আশ্বিন ১৪৩২
good-food
৪৪

পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৫ ২৫ সেপ্টেম্বর ২০২৫  

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দুই হাজার পর্যটক।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। গত এক বছর সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রিত থাকার ফলে সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে বলেও জানান তিনি।

 

এসময় দেশের পর্যটন স্পট ও পর্যটন সংশ্লিষ্ট কাজের জন্য, সরকার আচরণবিধি তৈরি করছে বলে জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

 

গত এক বছরে কত সংখ্যক বিদেশী পর্যটক বাংলাদেশে এসেছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমাদের নিজেদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে। তাদের ভ্রমণ পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করাই আমাদের লক্ষ্য।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর