ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
৪৫১

পাখির জন্য ভালোবাসা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৩ ৭ জুন ২০২০  

করোনা মহামারির কারনে থমকে গেছে প্রায় পুরো পৃথিবী। তবে স্বমহিমায় ফিরতে শুরু করেছিল প্রকৃতি। কিন্তু তাতে কিছুটা বাদ সেধেছে ঘূর্ণিঝড় আম্পান। বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ প্রায় লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পাখিরা।  এবারের পরিবেশ দিবসে দেখালো পাখিদের প্রতি অকৃত্রিম ভালোবাসা।

গত শুক্রবার সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস পালন হলো প্রকৃতির জন্য সময়- প্রতিপাদ্যকে সামনে রেখে। পাখিদের অভয়াশ্রম সৃষ্টি করতে গাছে গাছে টানিয়ে দেওয়া হয়েছে মাটির ভাঁড়। তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনন্য এ কর্মসূচির উদ্বোধন  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।  স্বেচ্ছাসেবক সবুজ ও আবদুল্লাহর প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে পাখির ৭১টি কৃত্রিম বাসা স্থাপন করা হয়।

আয়োজকরা জানান, বিশ্বব্যাপী কভিড-১৯ এর তাণ্ডবে মানুষ যখন বিপর্যস্ত, এরই মধ্যে প্রকৃতি যেমন একের পর এক তার বিমূর্ত রূপ দেখিয়ে চলেছে ঠিক তেমনি প্রকৃতির ওপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি নিজেকে মেলে ধরেছে, ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মানুষ যেমন ঘরবাড়ি হারিয়েছে, ঠিক তেমনি ঘরবাড়ি হারিয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখিরাও। তাই পাখিদের অভয়াশ্রম বানানোর উদ্যোগ নেয় তালা ব্লাড ব্যাংক।

 সম্প্রতি হয়ে যাওয়া আম্পান অনেক গাছপালা ধ্বংস করেছে। এতে পাখিরা বাসা হারিয়েছে। এ ছোট্ট প্রাণিটার বাসা করে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। উপজেলা চত্বরে ১০০ পাখির বাসা বানাব।