ঢাকা, ০৯ আগস্ট শনিবার, ২০২৫ || ২৫ শ্রাবণ ১৪৩২
good-food
৬২০

পার্বতীপুরে ভাটার বিষাক্ত গ্যাসে কোটি টাকার ক্ষয়ক্ষতি!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৩ ৩১ মে ২০২১  

জেলার পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নে একই স্থানের ৬ ইটভাটার বিষাক্ত গ্যাসের কারনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিপূরণের দাবিতে এলাকাবাসী সোমবার মানববন্ধন করেছে।  এ মানববন্ধনে দক্ষিন পলাশবাড়ী গ্রামের সহস্রাধিক কৃষক অংশ নিয়ে ক্ষতিপূরন দাবি করেছে।

ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের ব্যানারে  আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক পল্লী চিকিৎসক আজিজুল ইসলাম, ক্ষতিগ্রস্ত কৃষক জয়নাল আবেদীন, মোঃ এরশাদ, আশরাফুর রহমান আপন, নাজমা বেগম, মাসুদ রানা প্রমুখ। 
 বক্তারা বলেন, এখানকার ১০০ একর জমির ৫০টি আম বাগানের ফসল ইটভাটার বিষাক্ত গ্যাসে শতভাগ ক্ষতি হয়েছে। এছাড়াও ২০০ একর জমির ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।   ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবী করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) নিকট লিখিতভাবে আবেদন দেয়া হয়।  আমরা ক্ষতিপূরণের টাকা চাই। 

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর