ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪২১

প্রথমবার মহাকাশ ঘুরে এলেন চার সাধারণ মানুষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১১ ১৯ সেপ্টেম্বর ২০২১  

তিন দিন মহাকাশে থাকার পর সফলভাবে আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছেন চার অপেশাদার নভোচারী। পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করা প্রথম বেসামরিক নাগরিক তারা। 

 

গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্পেসএক্স ক্যাপসুলে মহাকাশের উদ্দেশে রওনা দেন এ চার সাধারণ পর্যটক। আর ক্যাপসুল থেকে প্যারাসুটে করে একে একে স্থানীয় সময় শনিবার (১৮ সেপ্টেম্বর) ওই এলাকার উপকূলে পানিতে অবতরণ করেন তারা। পরে বোটে করে নিরাপদে তাদের তীরে আনা হয়।

 

চার সাধারণ ‘মানুষের’ মহাকাশযাত্রার নামকরণ হয় ইন্সপাইরেশন৪। মার্কিন ধনকুবের এলোন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্সের রকেট ড্রাগনে চেপে পৃথিবী প্রদক্ষিণ করেন তারা। নিতান্ত শখের বশে মহাকাশে ঘুরতে যাওয়া তাদের। 

 

ব্যয়বহুল এ পরিভ্রমণের ব্যয় বহন করেছেন মার্কিন ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যান। তিনি ই-কমার্স প্রতিষ্ঠান শিফট৪ পেমেন্টস ইনকরপোরেশনের প্রধান নির্বাহী (সিইও)। নিজেই এ মিশনে কমান্ডারের ভূমিকা পালন করেন। 

 

দুঃসাহসী এ যাত্রায় জ্যারেডের সঙ্গী ছিলেন ভূ-বিজ্ঞানী ও সাবেক নাসা নভোচারী প্রার্থী সিয়ান প্রক্টর, এক চিকিৎসকের সহকারী ও শৈশবে হাড়ের ক্যান্সারে ভোগা হেইলে আর্সেনউক্স এবং মহাকাশ তথ্য প্রকৌশলী ও বিমান বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা ক্রিস সেমব্রোস্কি। 

 

ভূ-পৃষ্ঠে নামার পর আইজ্যাকম্যান বলেন, ‘এটা ছিল আমাদের জন্য রোমাঞ্চকর ভ্রমণ। যা আমরা সবে শুরু করেছি।’