ঢাকা, ১৯ মে সোমবার, ২০২৫ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
good-food
৮৭১

প্রশ্নফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি: শিক্ষামন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৫ ২ ফেব্রুয়ারি ২০১৯  

সংগৃহীত

সংগৃহীত

বিগত দিনের তিক্ত অভিজ্ঞতার পরে এবার এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় দীপু মনি বলেন, আশা করছি এবার পরীক্ষা প্রশ্নফাঁস ছাড়াই ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

শনিবার রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্য করে দীপু মনি বলেন, অভিভাবক ও পরীক্ষার্থীরা যেনো কোনোভাবেই প্রশ্ন খুঁজে বেড়ানোর কাজে নিজেদের ব্যস্ত না রাখেন, পরীক্ষার্থীরা যেনো ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেন সেই দিকে নজর দিন।

তিনি আরও বলেন, গত বছর প্রশ্নফাঁস ছাড়াই ভালোভাবেই পরীক্ষা হয়েছে। গতবার প্রশ্নফাঁস রোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল এবার আরও বেশি পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা ফেসবুক ও অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্নফাঁসের গুজব রটানোর চেষ্টা করছেন তারা অবশ্যই আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বেন।

পরীক্ষার হলে প্রবেশ করার সময় মন্ত্রী এবার সব গণমাধ্যমকর্মীদের নিয়ে পরীক্ষার হলে যাননি। শুধুমাত্র বিটিভির ক্যামেরা মন্ত্রীর সঙ্গে ছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও দফতর সংস্থার কর্মকর্তারা।