ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৮

প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২২ ৪ মে ২০২১  

মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তার নিশ্চয়তা নেই। এ পরিস্থিতিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

 

এজন্য প্রাথমিক সব শিক্ষকদের ওরিয়েন্টশন করাতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও পিটিআই ইন্সট্রাক্টরদের প্রাথমিক শিক্ষা অধিদফতরের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। বৃহস্পতিবার  দেশের সব বিভাগীয় কার্যালয়, জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, পিটিআই সুপারিনটেনডেন্টদের কাছে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

 

চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে অনলাইন ক্লাস পরিচালনাসহ ১৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় গুগল মিট (Google Meet) ব্যবহার করে ক্লাস পরিচালনা করতে বলা হয়েছে। আর অনলাইন ক্লাসের জন্য ডাটা সংগ্রহে প্রয়োজনীয় টাকা বিদ্যালয়ের স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে।