ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭৫৩

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বাড়ল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩১ ৯ ফেব্রুয়ারি ২০২০  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৫তম থেকে ১৩তম গ্রেডে উন্নীত করেছে সরকার। বেতন বৈষম্য দূর করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড আগের মতোই রাখা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম এবং প্রশিক্ষণহীনরা ১২তম গ্রেডে বেতন পাবেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এতদিন ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা এবং প্রশিক্ষণবিহীনরা ১৫তম গ্রেডে ৯,৭০০-২৩,৪৯০ টাকা বেতন পেতেন। নতুন আদেশে এখন থেকে মাসিক তাদের সবার বেতন ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকা দেয়া হবে।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল [বিধি (২) গ অনুযায়ী এ বেতন গ্রেড উন্নীত করা হয়েছে।