ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৬৫৯

প্রিতম-জামান টাওয়ারে আগুন লাগা উদ্দেশ্যপ্রণোদিত: ঐক্যফ্রন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ২৮ ডিসেম্বর ২০১৮  

সংগৃহীত

সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে।

আগুন লাগার এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের কার্যালয় এই ভবনের তৃতীয় তলায়। আর  আগুন লাগে ৮ তলায়।


ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। যদিও ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ করতে পারে বলে আমরা মনে করছি।

লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। যাতে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে না পারি। এগুলো রাখার নানা অজুহাত তৈরি করেছে বলেও আমরা মনে করি।


শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস।

এছাড়া অনলাইন পত্রিকা সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে ঐ ভবনে।

ফিচার বিভাগের পাঠকপ্রিয় খবর