ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪ || ৫ চৈত্র ১৪৩০
good-food
১৪৮৪

ফাগুনের শুরুতে ঝড়ো হাওয়া : শিলা বৃষ্টি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩১ ১৭ ফেব্রুয়ারি ২০১৯  


 রাজধানীসহ আশপাশের কয়েক জেলায় আজ রোববার সকালে ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠে  দেখা গেছে আকাশ ঘুটঘুটে অন্ধকার। তীব্র বাতাস আর ঝড়ো হাওয়া। শুরু হলো মুষলধারে বৃষ্টি। 

অবশ্য আবহাওয়া অধিদফতর ২৪ ঘন্টার পূর্বাভাসে আজ বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল। আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে আজ (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। ভোর ৬টা থেকেই আকাশ ভারী মেঘে ঢেকে যায়। এরপর সাড়ে ৭টার দিকে বৃষ্টি শুরু হয়। প্রথম দফায় প্রায় ২০ মিনিটের মতো মুষলধারে বৃষ্টি হয়। পরে থেমে গিয়ে আবারও বৃষ্টি বাড়তে থাকে। সকাল ৮টার পর আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়।

এদিকে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে সকালে স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা। এছাড়া জীবিকার তাগিদে চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবীরা ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়েন। বৃষ্টির কারণে যানবাহন কমে যাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেননি। বৃষ্টিতে অনেকে কাকভেজা হন।

বৃষ্টি থামার পর অনেক অভিভাবক ছেলে-মেয়েদের নিয়ে স্কুলে রওনা হন। অফিসগামীরাও বেরিয়ে পড়েন কর্মস্থলের উদ্দেশে।


আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।