ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
good-food
৮৩৬

ফুলবাড়িতে শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ

মোকাদ্দেস লিটু, লাইফটিভি২৪.কম, ফুলবাড়ি,কুড়িগ্রাম

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০৯ ২ নভেম্বর ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়িতে তৃণমূল সাংবাদিক দলের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে গত ৩০-৩১ অক্টোবর জেলা পরিষদ ডাকবাংলোয় এটি হয়। এতে সহযোগিতা করে একশনএইড বাংলাদেশ।

 

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ দেন জাতীয় প্রেসক্লাব সদস্য এবং লাইফটিভি২৪ ডটকমের সম্পাদক আনোয়ার হক।  

 

তিনি বলেন, সংবাদপত্র জাতির দর্পন। আর সাংবাদিকরা জাতির বিবেক। তাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। দেশের একটি বড় অংশ গ্রামে বাস করে। যে কারণে মহানগর, বিভাগ, জেলা পর্যায়ের পাশাপাশি তৃণমূল বা গ্রামীণ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ।

 

আনোয়ার হক জানান, জাতিসংঘ মানবাধিকার সনদ এর ১৯ ধারা অনুযায়ী ‘প্রত্যেকেরই মতামত পোষণ এবং প্রকাশের অধিকার রয়েছে। রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে যেকোনও মাধ্যমে ভাব, তথ্য জ্ঞাপণ, গ্রহণ ও সন্ধানের স্বাধীনতা এ অধিকারের অর্ন্তভুক্ত।

 

২২ জন শিশু নিয়ে গঠিত তৃণমূল সাংবাদিক দলটি। প্রত্যন্ত অঞ্চলের তথ্য তুলে ধরা, গ্রামীণ পরিবেশে সাংবাদিকতার চর্চা এবং শিশুদের সাংবাদিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ দল গড়ে উঠেছে। 

 

তৃণমূল সাংবাদিক দলের মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী শিশু সাংবাদিকরা সাংবাদিকতা নিয়ে নিজেদের মতামত জানান। এসময় কায়কোবাদ হোসেন, প্রকল্প সমন্বয়কারী, ইউএসএস; বিমল চন্দ্র মন্ডল,স্পন্সরশীপ এসোসিয়েট, ইউএসএস এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিডিয়া বিভাগের পাঠকপ্রিয় খবর