ঢাকা, ০৩ জানুয়ারি শনিবার, ২০২৬ || ১৯ পৌষ ১৪৩২
good-food
৬৬৩

ফের পদ্মাসেতুর পিলারে ধাক্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১০ ৯ আগস্ট ২০২১  

পদ্মা সেতুর পিলারে ফের ধাক্কা দিয়েছে ফেরি। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মাদারীপুরের বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। 

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন। মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।

 

এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামের একটি রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর