ঢাকা, ০৭ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ২২ শ্রাবণ ১৪৩২
good-food
৭২০

বজ্রসহ বৃষ্টি হতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৮ ২৪ ফেব্রুয়ারি ২০২২  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের আট বিভাগে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপমাত্রা বেড়ে গরম পড়তে শুরু করেছে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। 

 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় তাপমাত্রা ১৭ দশমিক ৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে।

 

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানান তিনি। 

পরিবেশ বিভাগের পাঠকপ্রিয় খবর