ঢাকা, ১৯ মে রোববার, ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
good-food
১৬২

বাংলা বর্ষবরণের আনন্দে বিদেশীদের উল্লাস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৭ ১৪ এপ্রিল ২০২৩  

নতুন বঙ্গাব্দে শান্তিময় পৃথিবীর প্রত্যাশায় দেশজুড়ে হরেক রকম অনুষ্ঠান আয়োজন করা  হয়।   রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মঙ্গল শোভাযাত্রা উল্লেখযোগ্য।


এবার তীব্র দাবদাহের মাঝেও বর্ষবরণের অনুষ্ঠানে হাজির হয়েছেন হাজার হাজার বাঙালি। তাদের সঙ্গে আনন্দে  বিদেশীরা স্বতষ্ফুর্তভাবে অংশগ্রহণ করেছেন।

রাজধানীতে বাংলা সববর্ষ উপলক্ষে বসবাসকারী এই ভিনদেশীরা  বাঙালিয়ানা সাজে সেজে বের হয়েছেন রাস্তায়।  পোশাকে ছিল বৈশাখী উৎসবে প্রতিনিধিত্বকারী রং ও স্থানীয় মোটিফ। নারীদের মাথায় দেখা গেছে ফুলের বর্ণিল মুকুট। পুরুষরা মাথায় পড়েছেন স্কার্ফ। কেউ কেউ মুখে এঁকেছেন নকশা।


নরওয়ে থাকা আসা লুন্ড ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আমিও বাংলা জানি। আমরা বাঙালি কালচার ভালোবাসি। বাঙালিরা খুবই মিশুক। এখানের খাবার অনেক মজা।  এখানে অনেক রঙ, অনেক ফুল, অনেক মানুষের সম্মিলন। আমি এখানে আসতে পেরে অনেক খুশি।’

 সকাল ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ মোড় ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।


 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর