ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
৮৯৩

বিডিনিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৪ ৩১ জুলাই ২০২০  

আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার মামলাটি করেন। মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ৪২ কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ আনা হয়েছে।

 করা মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী অসৎ উদ্দেশ্যে লোকসানী প্রতিষ্ঠানকে লাভজনক দেখিয়ে একশো টাকা মূল্যমানের শেয়ারমূল্য ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ দেখিয়ে বিএসইসির অনুমোদনহীন পুঁজিবাজারে অতালিকাভুক্ত বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম নামক একটি অনলাইনভিত্তিক পত্রিকার শেয়ার বিক্রি দেখিয়ে বিভিন্ন ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকা জমা করেছেন, যার কোনো বৈধ উৎস নেই।