ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৮৯০

পাখির সঙ্গে ধাক্কা !

বিমানের জরুরি অবতরন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪১ ৩ জুন ২০১৯  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ।

 

বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮ টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট' এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

 

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বিবৃতিতে জানান, বার্ড হিটের কারণে ড্যাশ-৮ কিউ ৪০০ বিমানটি জরুরি অবতরণ করান পাইলট।

 

তিনি জানান, ফ্লাই করার পর  এয়ারক্রাফটটি জরুরিভাবে অবতরণ করানো হয়। কিছুক্ষণের মধ্যে ওই ফ্লাইট আবার ছেড়ে যায়। কারও কোনো সমস্যা হয়নি।

 

এর আগে গত ৮ মে বিমানের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ৩৫ জন আরোহী নিয়ে মিয়ানমারের ইয়াংগন বিমানবন্দরে নামার সময় বজ্রঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়। আরোহীদের সবাই ওই দুর্ঘটনায় কমবেশি আঘাত পান। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন আর ব্যবহারের উপযোগী নয়।