ঢাকা, ০৩ মে শনিবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
১০৪৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ২০ জানুয়ারি ২০১৯  

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মাসাজো নোনাকা মারা গেছেন। রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপানি নাগরিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৩ বছর।

গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড অনুযায়ী, ১৯০৩ সালে প্রথম বিমান উড়ান রাইট ভ্রাতৃদ্বয়। এর বছর পর অর্থাৎ ১৯০৫ সালের জুলাইয়ে জাপানে জন্মগ্রহণ করেন মাসাজো। এছাড়া তার জন্মের মাত্র কয়েকমাস আগে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন।

গেল বছর না ফেরার দেশে পাড়ি জমান স্প্যানিশ ফ্রান্সিসকো নুনেজ অলিভেরা। তার মৃত্যুর পর গিনেস বুকে আনুষ্ঠানিকভাবে মাসাজোর নাম ওঠে।

পরপারে চলে যাওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির নাতনী ইয়োকো বলেন, নানুকে হারিয়ে আমরা মর্মাহত। কোনো ব্যথা না দিয়েই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

মাসাজো ১৯৩১ সালে বিয়ে করেন। তিনি ৫ সন্তানের জনক। এছাড়া ৬ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।