ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
৬৪৬

ভারতের টুরিস্ট ভিসা ১৫ নভেম্বর চালু হচ্ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২২ ৯ নভেম্বর ২০২১  

 দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে টুরিস্ট ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। 
 
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। তবে যেতে হবে বিমানে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।’

এসময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আমরা আশাবাদী।’

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর