ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৬৩৯

ভারতের বিভিন্ন স্থানে তুষারপাত, করোনা উপেক্ষা করে পর্যটকদের হিড়িক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৩ ১৭ নভেম্বর ২০২০  

ভারতের জম্মু ও কাশ্মীর, উত্তরাখন্ড এবং হিমাচল প্রদেশের কতিপয় স্থানে ব্যাপক তুষারপাত হয়েছে। এতে সেসব স্থানে পর্যটকদের হিড়িক পড়েছে।

 

কুফরি, মানালি ও আউলির মতো বিভিন্ন পর্যটন স্পটে মৌসুমের প্রথম তুষারপাত পড়েছে। সেগুলোতে ব্যাপক হারে পর্যটক আসা শুরু করেছে।

 

করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন গৃহবন্দি মানুষ। ঘরে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন তারা। স্বভাবতই প্রকৃতির কোমল স্পর্শ পেতে স্বর্গীয় সৌন্দর্যের জায়গাগুলোতে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা।

 

প্রচুর তুষারপাতে জম্মু ও শ্রীনগরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক বাড়িঘর তুষারে ঢেকে গেছে।

 

তবু পর্যটকদের দমানো যাচ্ছে না। প্রতিকূলতা মাড়িয়েই সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছেন তারা। গন্তব্যস্থলে পৌঁছে ফেলছেন স্বস্তির দীর্ঘশ্বাস।

 

হিমালয় পার্বত্য অঞ্চলের কেদারনাথ, বদ্রিনাথ, গাঙোত্রি, যমুনোত্রি ও হার্শিলে প্রচুর তুষারপাত পড়েছে। রোববার রাতে তা পড়া শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত পতিত হয়। এতে ওই সব এলাকায় আদ্র্র্র আবহাওয়া বিরাজ করছে।

 

সেই জেরে ভারতের রাজধানী দিল্লিসহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দেশটির কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। তুষারপাতের মধ্যে অনেককে আটকে পড়তেও দেখা গেছে।

 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাহাড়ি অঞ্চলে ব্যাপক তুষারপাত পড়েছে। সেখান থেকে মৃদুমন্দ বাতাস দেশের বেশিরভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটছে।