ঢাকা, ০৫ আগস্ট মঙ্গলবার, ২০২৫ || ২০ শ্রাবণ ১৪৩২
good-food
৭৮৪

ভিপি নুরের ওপর হামলা, মুক্তিযুদ্ধ মঞ্চের ২ শীর্ষ নেতা আটক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৪ ২৩ ডিসেম্বর ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর এবং তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের দুই শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাবি শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য।
সোমবার বিকালে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুনসহ তিনজনের আটকের কথা শোনা যায়। তবে অতিরিক্ত কমিশনার দুজনের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
রোববার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে বাতি নিভিয়ে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহত হন। হামলার জন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেন ভিপি নুর।