ঢাকা, ০৬ মে সোমবার, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১
good-food
৩২৮

মার্কিন ভিসা বন্ধের পদক্ষেপ শুরু,জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৩:০৫ ২৩ সেপ্টেম্বর ২০২৩  

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। 

 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ঢাকাকে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটন।

 

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আগেই ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) থেকে যার প্রয়োগ শুরুর কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

 

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ভিসা প্রদানে বিধিনিষেধের তালিকায় থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। 

 

এছাড়া রয়েছেন বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যরা। এরই সঙ্গে পরিবারের সদস্যরাও যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞার সম্মুক্ষীণ হবেন।  

 

এতে বলা হয়েছে, দেশটির এসব পদক্ষেপ শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের যে লক্ষ্য রয়েছে, তার অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। 

 

ম্যাথিউ মিলার দাবি করেন, বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং বিশ্বজুড়ে অগ্রসর গণতন্ত্রকামীদের জন্য তাদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা কার্যক্রমেরই অংশ।

 

এর আগে চলতি বছরের ২৪ মে ভিসানীতির কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর প্রায় ৪ মাস পর পদক্ষেপ নেয়া শুরুর কথা জানালো ওয়াশিংটন।

 

এ নিয়ে রাতেই রাজধানীর গুলশানে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, বিষয়টি আগে থেকেই জানা ছিল সরকারের। এ নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি উজার জেয়ার বৈঠকে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসানীতির বিষয়টিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর কথাও বলা আছে। দুদিন আগেই সরকারকে ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারের কতজন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে সংখ্যাটা বড় নয়, ছোট।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর