ঢাকা, ০১ নভেম্বর শনিবার, ২০২৫ || ১৬ কার্তিক ১৪৩২
good-food
৩৩৫

‘মিস ইউনিভার্স’ হলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৭ ১৭ নভেম্বর ২০২৪  

‘মিস ইউনিভার্স ২০২৪’-এর মুকুট উঠল ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিগের মাথায়। এই মর্যাদাপূর্ণ শিরোপার ৭৩তম অধিকারী হলেন। এ বছর ‘মিস ইউনিভার্স’ অনুষ্ঠিত হলো মেক্সিকোয়। সেখানে সকলের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এলেন ডেনমার্কের ভিক্টোরিয়া। তার মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিলেন তার পূর্বসূরী নিকারাগুয়ার শেনিস। গোটা বিশ্বের সামনে সম্মানিত হলেন ভিক্টোরিয়া।

 

১২৫টি দেশকে নিয়ে শুরু হওয়া এ বছরের সৌন্দর্য প্রতিযোগিতা ঐতিহাসিক মাইলফলক পার করেছে। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ইতিহাসে এটাই সর্বোচ্চ সংখ্যা। ২০১৮ সালে ৯৪টি দেশ অংশ নিয়েছিল। হিসেবের তালিকায় সেই বছর এখন দ্বিতীয় স্থানে।

 

মারিও লোপেজ় ও অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানের লাইভ কমেন্টারি করছিলেন ক্যাট্রিওনা গ্রে ও জ়ুরি হল। ৭৩তম মিস ইউনিভার্সের ফাইনালিস্টদের তালিকায় ছিল পাঁচ দেশ, ডেনমার্ক, ভেনেজ়ুয়েলা, মেক্সিকো, নাইজিরিয়া, থাইল্যান্ড। তাদের মধ্যে প্রথম স্থান দখল করেছে ডেনমার্ক।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর