ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৮৩৪

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১২ ৪ ফেব্রুয়ারি ২০১৯  

দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাজশাহী, নীলফামারী, পঞ্চগড় চুয়াডাঙ্গা, মৌলভীবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। ঢাকায় এদিন সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।