ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
২২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: পুলিশের মামলা, আসামি ৩০০

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:২৬ ১৩ মার্চ ২০২৩  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তৃতীয় দিন বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। 

 

রোববার (১২ মার্চ) রাতে নগরীর মতিহার থানা পুলিশের এসআই আমানত উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষণ ব্যানার্জি বলেন, পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেলে আগুন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই মামলায়। 

 

তিনি আরও বলেন, পুলিশের মামলার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সংঘর্ষের ঘটনার তৃতীয় দিন সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। মহাসড়ক দিয়ে বাস-ট্রাকসহ অন্যান্য বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

 

বিভূতি ভূষণ ব্যানাজি আরও বলেন, ছাত্রদের সঙ্গে দফায় দফায় আলোচনা হচ্ছে। তারা যদি আন্দোলনে না নামে তাহলে রাস্তা খুলে দেওয়া হবে। তবে পুলিশ, র‌্যাব, সিআরটি, গোয়েন্দা পুলিশ বিশ্ববিদ্যালয়ের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার ঘটনা তদন্তে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে এই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্যরা হলেন, সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান। আজ তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আন্দোলনকারি ছাত্রদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। তারা যেসব দাবি দিয়েছে তা পালনের আশ্বাস দেওয়া হয়েছে। আর আন্দোলন হওয়ার কথা নয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

 

শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। 

 

যাদের মধ্যে ৯২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ঘটনার জেরে রোববার দিনভর বিক্ষোভ উত্তাল ছিল ক্যাম্পাস।