ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৭৮১

রাজশাহীতে যানজট নিরসনে চলবে ২ রঙের অটোরিকশা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৮ ১৫ অক্টোবর ২০২০  

রাজশাহীতে সড়কে গাড়ির চাপ কমাতে ২ শিফটে দুই রঙের অটোরিকশা চলবে। যানজট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।

 

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) গৃহীত নীতিমালার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যান চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে এ কার্যক্রম শুরু হচ্ছে।

 

বুধবার নগর ভবনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন রাসিক প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু।
 

রাসিক সূত্র জানায়, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অটোরিকশা, চার্জার রিকশা ও চালক লাইসেন্স নবায়ন করা হবে। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে নিবন্ধনবিহীন অটোরিকশা ও চার্জার রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে সিটি করপোরেশন।

 

সভায় অটোরিকশা, চার্জার রিকশা ও চালকদের লাইসেন্স সঙ্গে রেখে প্রদর্শনের অনুরোধ জানানো হয়েছে। 

 

এছাড়া অটোরিকশার় চাকা দিয়ে চার্জার রিকশা তৈরি কিংবা ১৪ সেন্টিমিটারের ঊর্ধ্বে চাকা ব্যবহার থেকে বিরত থাকতে কারখানা মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।